3 Supreme Court of Bangladesh
------------------: :---------------------
 

Notice Board
কজলিস্ট এন্ট্রি সম্পর্কিত
হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং দেখা যাচ্ছে অত্র কোর্টের ওয়েব সাইটে কজলিস্ট প্রচারের ফলে প্রতি কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৭টা হতে রাত ১১টা পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ওয়েব সাইট ভিজিট করেন। ফলে প্রতি মিনিটে হাজার হাজার ওয়েব রিকোয়েস্ট ওয়েব সাইটের সার্ভারে আসতে থাকে। ফলে সন্ধ্যা সাড়ে ৭টার পর কজলিস্ট এন্ট্রির কাজ খুব ধীর গতিতে হয় এবং তা সম্পন্ন করতে বিশেষ সমস্যার সম্মূখীন হতে হয়। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ কজলিস্ট এন্ট্রি সুন্দরভাবে সম্পন্ন করার স্বার্থে সন্ধ্যা ৭টার মধ্যে কজলিস্ট এন্ট্রি শেষ করে তা পাবলিশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Login

User Id :
Password :